একটি মেয়ে ও দুটি মাটির কলসি | Two pots and a girl story |The cracked pot story

Animate ME 2020-07-27

Views 11

কোন একটি পাহাড়ের চূড়ায় একটা ছোট্ট পরিবার বাস করত ।ওই পরিবারের একটি মেয়ে প্রত্যেকদিন কাঁধে বাক নিয়ে মাটির কলসি করে নিচের জলাশয় থেকে জল নিয়ে যেত ।ওই দুটি পাত্রের মধ্যে একটি পাত্র একটু ভাঙা ছিল। প্রতিদিন জল নিয়ে যাওয়ার সময় ওই ভাঙা পাত্র দিয়ে রাস্তার একপাশে জল পড়ে সেখানে সুন্দর সুন্দর ফুল গাছ তৈরি হয়েছিল, আর তাতে সুন্দর ফুল ফুটে ছিল, কিন্তু অপর পাশে গাছ গুলো শুকিয়ে নষ্ট হয়ে গিয়েছিল। একদিন ভালো পাত্রটি ভাঙ্গা পাত্রটিকে বললো যে আমার মত হও আমি একটুও জল নষ্ট করি না কিন্তু তুমি অর্ধেক জল নষ্ট করে ফেলো। এই কথায় ভাঙ্গা পাত্রটি খুব দুঃখ পেল, সে সমস্ত কথা মেয়েটিকে জানাল। মেয়েটি বলল তোমার দুঃখ করার কোনো কারণ নেই। তুমি ভাঙ্গা হলেও তুমি বহু গাছের প্রাণ ফিরিয়ে দিয়েছো। তখন পাত্রটি জানতে চাইল কিভাবে সে গাছের প্রাণ দিয়েছে। তখন মেয়েটি তাকে বলল তোমাকে যখন আমি বয়ে নিয়ে আসি তখন তুমি পাশের গাছগুলোর দিকে এবার তাকিয়ে দেখো আর অপর পাশে একবার তাকিয়ে দেখো, তাহলে তুমি বুঝতে পারবে যে তুমি কি উপকার করেছ। তখন ভাঙা পাত্রটি ফুল গাছ গুলো দেখে খুব খুশি হলো ।

voice_Sankar Das ,Sanaka Das Animation _ Sankar ,Surajit

If you found this video valuable, please share with your friends and Family.

Leave a comment below with your thoughts.Add it to a playlist if you want to watch it later.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS