জেলায় ১৮ দিনেই করোনা আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হয়ে ৬০৬,একদিনে আক্রান্ত ৪৮ জন।

Bankura24x7 2020-07-29

Views 393

বাঁকুড়া২৪X৭,প্রতিবেদন : জেলায় দ্রুত বাড়ছে করোনার প্রকোপ। আক্রান্তের সংখ্যা জেলায় ছয়শো ছাড়াল। এবার একদিনে নুতন করে আক্রান্ত হলেন ৪৮ জন। ফলে জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৬০৬ জন।পাশাপাশি এদিন সুস্থ হয়ে বাড়ী ফিরলেন ৮ জন। ফলে জেলায় এপর্যন্ত করোনা থেকে সেরে ওঠার সংখ্যা দাঁড়াল ৩৮৮ জনে। এবং জেলায় এই মূহুর্তে সক্রিয় আক্রান্ত আছেন ২১৮ জন। ২৭ জুলাইয়ের নিরিখে আজকের স্বাস্থ্য দপ্তরের কোভিড বুলেটিন থেকে এই তথ্য জানা গেছে।

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS