#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : বিধানসভা ভোটের আগে জেলায় তৃণমূলের গোষ্ঠী কোন্দল চরমে উঠল। তার জেরে খুন হতে হল বিষ্ণুপুরের বেলিয়াড়া অঞ্চলের দাপুটে নেতা ও প্রাক্তন প্রধান সেখ বাবর আলিকে। তিনি এই অঞ্চলের উলিয়াড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন (২০১৩-২০১৬)। তার সাথে বর্তমান প্রধানের এলাকা দখলকে নিয়ে দ্বন্দ্ব চলছিল দীর্ঘদিন ধরে। অভিযোগ, সেই সুত্রেই শনিবার রাতে বাবরের বিপক্ষ গোষ্ঠীর লোকজন প্রথমে তৃণমূলের দলীয় কার্যালয়ে চড়াও হয়। চলে ভাঙচুর ও ব্যাপক বোমাবাজি।অবস্থা বেগতিক দেখে হামলা থেকে বাঁচতে বাবর পার্শ্ববর্তী এক হাজি সাহেবের ঘরে গিয়ে আশ্রয় নেন।কিন্তু নিজেকে বাঁচাতে পারেন নি। হামলাকারীরা দরজা ভেঙ্গে ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মেরে ফেলে বাবরকে। বাড়ীতে থাকা বাইক ভেঙ্গে দেয়। চলে ভাঙচুর ও বোমাবাজি। পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয় ও বাবরের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর হাসপাতালের মর্গে পাঠায়। এদিকে,গ্রামে উত্তেজনা থাকায় চলছে পুলিশি টহল। এই ঘটনায় পুলিশ চার জনকে আটক করেছে বলে জানা গেছে।