বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে জামুড়িয়ার শিবডাঙ্গা এলাকায় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানের আয়োজক আদিবাসী কোড়া সমাজকল্যাণ সংস্থা।
এই অনুষ্ঠান মঞ্চ থেকে শতাধিক বৃক্ষরোপণ করা হয়। আদিবাসী নেতারা এই অনুষ্ঠান মঞ্চ থেকে আদিবাসী সমাজের গৌরবময় ইতিহাস নিয়ে আলোচনা করেন। আদিবাসী নেতা জনার্দন কোড়া জানান তিনি কেবল একজন আদিবাসী। হিন্দু মুসলিম, শিখ, খ্রিস্টানসহ সকল ধর্মের লোকের প্রতি তাঁর সমান শ্রদ্ধা রয়েছে। ব্রিটিশরা ১৮৭১ সালে প্রণীত একটি আইনের অধীনে ভারতে বসবাসরত আদিবাসীদের পৃথক শ্রেণি হিসাবে ঘোষণা করেছিল যা ১৯৪১ সাল পর্যন্ত অক্ষত ছিল। তবে এরপরে আদিবাসীদের সেই আইন থেকে বাদ দেওয়া হয়েছিল। তিনি আদিবাসীদের জন্য ১৯৪১ এর আগে যে আইন ছিল সে আইন পুনরায় লাগু সরকার করার জন্য সরকারের কাছে অনুরোধ করেন। এছাড়াও দাবি করেন যে তত্কালীন উপজাতি আদালত পুনরায় চালু করুক সরকার। আদিবাসীদের এই দাবি পূরণে তিনি উপজাতীয় সমাজের যুবকদের, বুদ্ধিজীবীদের গণতান্ত্রিক আন্দোলন করার আহ্বান জানান।