আজ আমরা আলোচনা করবো গেমিং পিসি বিল্ড এর কিছু প্রয়োজনীয় টিপস নিয়ে।
গেমিং পিসি বিল্ড এর আগে অনেকের ঘুম হারাম হয়ে যায় চিন্তা করতে করতে যে কি ধরনের গেমিং পিসি বানাবেন কারন বাজেট ঘাটতি প্রায় সকলেরই মূল একটি সমস্যা। বাজেট ঘাটতি আর কম্পোনেন্ট সিলেকশন এর মারামারি থেকে রেহায় পেতে অনেকেই দৌড়াদৌড়ি করেন বিভিন্ন গেমিং এক্সপার্ট ও গেমিং রিলেটেড ফেসবুক গ্রুপে, এই ব্যাপারে কিছুটা সহযোগিতা পেতে, অনেকে আবার চক্কর খেতে থাকেন বিভিন্ন কম্পিউটারের মার্কেটগুলোতে। সেই সকল নতুন ও বাজেট গেমারদের কথা মাথায় রেখে আজকে এই ব্লগটি লেখা।
প্রজুক্তির উন্নয়নের পাশাপাশি বর্তমান গেইমগুলোর ডেভেলপমেন্টের ধারায় ভালো মানের গ্রাফিক্স, প্রসেসর, মাদারবোর্ড, র্যাম সহ একটি অত্যাধুনিক পিসি বিল্ড করা গেমারদের কাছে অপরিহার্য হয়ে উঠেছে। গেমিং পিসি বলতে আমরা শুধু গেমিং করার মত একটি সয়ংসম্পূর্ণ পিসিকে বুঝি যাতে গেমিং এর পাশাপাশি গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং সহ ফ্রীলান্সিং এর কাজগুলোও করা যাবে। তো চলুন দেখে নেই গেমিং পিসি বিল্ড করার কিছু প্রয়োজনীয় টিপস এন্ড ট্রিক্স:
একটি গেমিং পিসির মূল বৈশিষ্ট্য হলো এর পারফর্মেন্স। এই পারফর্মেন্স মূলত মাদারবোর্ড, প্রসেসর, গ্রাফিক্স কার্ড এবং র্যাম এই চারটি কম্পোনেন্ট এর উপর নির্ভর করে। এই চারটি কম্পোনেন্ট আপনার পিসিতে যত উন্নত মানের ব্যাবহার করবেন, আপনার গেমিং পিসি তত ভালো পারফর্মেন্স দিবে। আজকে আমরা এই চারটি কম্পোনেন্ট সহ সহায়ক আরও কম্পোনেন্ট যেমন পাওয়ার সাপ্লাই, স্টোরেজ, কেসিং এর বিভিন্ন বিষয় আলোচনা করবো।