রাহুল পাশোয়ান, আসানসোলঃ আসানসোলের কুলটির সাকতোড়িয়া প্রি প্রাইমারি স্কুল পুরোনো কক্ষের দেওয়াল ভেঙে পড়ে বিপত্তি। স্থানীয় সূত্রে জানা যায়, এই স্কুলে একটি কক্ষ অনেকদিন ধরে বেহাল দশায় ছিল। অনেকবারই এই বিষয়ে স্থানীয় কাউন্সিলর, আসানসোলের মহানগরী এবং ইসিএল কর্তৃপক্ষকে জানানোও হয়েছিল। কিন্তু এতদিন কোনও কাজ হয়নি।লকডাউন থাকার কারণে স্কুল বন্ধ ছিল বলে বড় কোনও বিপত্তি থেকে রক্ষা পেল বলে জানিয়েছেন স্থানীয়রা। তবে স্থানীয়দের মত, এই স্কুলের পুরানো কক্ষগুলি মেরামত করাকে কেন্দ্র করে রাজনীতির কারণে এতদিনেও কোনও কাজ হয়নি।সেই কারণে কাজে ব্যাঘাত হয়েছে দিনের পর দিন।কিন্তু ছাত্রদের প্রাণ নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে এভাবে।