লাগাতার বৃষ্টিতে বাড়ির উপর ভেঙে পড়ল বিরাট গাছ

ANM News 2020-08-20

Views 1

লাগাতার বৃষ্টি ও ঝড়ে গতকাল রাত্রে বিশাল আকারের একটি গাছ ভেঙে পড়ল একটি রেল কোয়ার্টারের উপরে । এর ফলে রেল কোয়াটারের সামনের অংশটি ভেঙে দুমড়ে-মুচড়ে যায়। অল্পের জন্য রক্ষা পায় ওই পরিবার। গাছটি যখন ভেঙে পড়ে তখনই সামনে বারান্দায় ছিল বাড়ির দুই শিশু । ঘটনায় রেলের বিরুদ্ধে অভিযোগ এনেছেন বাসীন্দারা। রেল কর্মীদের গাফিলতির কথাও জানান তাঁরা। তারা জানান, রেলকে বারবার ফোন করে জানানোর পরেও এসে কোনও ব্যবস্থা নেয়নি । ঘটনায় আতঙ্কে অন্য আত্মীয়র বাড়িতে চলে যায় ওই পরিবার ।

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS