অতনু গোস্বামী, নদিয়া: এখনো গঙ্গা ভাঙন অব্যাহত। এবার গঙ্গাবক্ষে তলিয়ে গেল পাঁচ থেকে সাত বিঘা আম বাগান। ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুর থানা এলাকায়।
সূত্রের খবর, নদীয়ার শান্তিপুর থানার বেলঘড়িয়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বিহারিয়া মঠপাড়া এলাকায় গতকাল রাতে গঙ্গা ভাঙনে তলিয়ে গেল প্রায় সাত বিঘা আমবাগান। এখনো ধীরে ধীরে অবিরাম ভেঙে চলেছে চাষের জমি। এই প্রথম নয় এর আগেও ওই এলাকায় বিঘা বিঘা চাষের জমি গঙ্গাবক্ষে তলিয়ে গেছে।