দিগ্বিজয় মাহালি, পশ্চিম মেদিনীপুর: ঘাটালে জলের তোড়ে খালের বাঁধ ভেঙে হুহু করে জল ঢুকছে মাঠে। আতঙ্কে এলাকার বাসিন্দারা।
পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের চৌকা গ্রামের শুশুনিয়া খালের বাঁধ ভেঙে জল ঢুকতে শুরু করে ওই এলাকার মাঠে। হুহু করে খালের বাঁধ ভেঙে জল ঢোকায় চৌকা গ্রামের মাঠের জমিও এখন জলের তলায়। জল ঢুকতে শুরু করায় চৌকা গ্রামসহ দেওয়ানচক, জামিরা, ভগীরথপুরসহ একাধিক গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা এলাকাবাসীর। জলের তোড়ে ভেঙে যাওয়া চৌকা গ্রামের খালের বাঁধটির একশো দিনের কাজের অধীনে সারাইয়ের কাজ হয়েছিল কিন্তু রয়ে গিয়েছিল বাঁধে গর্ত যার জেরে কয়েকদিনের ভারি বৃষ্টিতে ওই খালের জল বেড়ে যাওয়ায় জলের তোড়ে ধসে যায় চৌকা গ্রামের শুশুনিয়া খালের ওই বাঁধ। অপরদিকে এই ঘটনার খবর পেয়েই এলাকার মানুষজনের সঙ্গে কথা বলতে ঘাটাল ও দাসপুরে উপস্থিত প্রশাসনিক কর্তারা। জেলা শাসক রেশমি কমল, জেলা পরিষদের সহ সভাধিপতি অজিত মাইতি সহ অনান্যরা গিয়েছেন সেখানে। এই ঘটনার পরেই ঘাটালের একটি ছবি দিয়ে ঘাটাল লোকসভা কেন্দ্রের সাংসদ দীপক অধিকারী দেব লিখেছেন “আতঙ্কিত হবেন না। চিন্তার কোনো কারন নেই”।