Amaro Porano Jaha Chay

TUBER fx24 2020-08-31

Views 5

শিল্পী: বর্ষা ত্রিপাঠি-

আমার পরান যাহা চায়
তুমি তাই, তুমি তাই গো
আমার পরান যাহা চায়।
তোমা ছাড়া আর এ জগতে
মোর কেহ নাই, কিছু নাই গো
আমার পরান যাহা চায়।

তুমি তাই, তুমি তাই গো
আমার পরান যাহা চায়।
তুমি সুখ যদি নাহি পাও
যাও সুখের সন্ধানে যাও।
তুমি সুখ যদি নাহি পাও
যাও সুখের সন্ধানে যাও।
আমি তোমারে পেয়েছি
হৃদয়মাঝে
আর কিছু নাহি চায় গো
আমার পরান যাহা চায়
তুমি তাই, তুমি তাই গো
আমার পরান যাহা চায়।

আমি তোমার বিরহে রহিব
বিলীন
তোমাতে করিব বাস
দীর্ঘ দিবস, দীর্ঘ রজনি,
দীর্ঘ বরস-মাস
যদি আর কারে ভালবাসো
যদি আর ফিরে নাহি আসো
তবে তুমি যাহা চাও তাই
যেন পাও
আমি যত দুঃখ পাই গো
আমার পরান যাহা চায়

উপপর্যায়: প্রেম-বৈচিত্র্য
তাল: ত্রিতাল
রাগ: পিলু
রচনা কাল: 1888
সংগৃহীত: মায়ার খেলা
স্বরবিতান: 48
স্বরলিপি: ইন্দিরা দেবী চৌধুরানী/জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর

Share This Video


Download

  
Report form