একেবারে নতুন Poco M2 স্মার্টফোন নিয়ে হাজির পোকো ইন্ডিয়া। ১৫ সেপ্টেম্বর থেকে অনলাইনে শুরু হতে চলেছে ফোনটির বিক্রি, ফ্লিপকার্টে আইসিআইসিআই ব্যাঙ্ক এবং ফেডারেল ব্যাঙ্ক কার্ড মারফত কিনলে ৭৫০ টাকার ছাড় মিলবে। Poco M2-র ফিচার- ৬.৫৩ ইঞ্চির FHD+ কর্নিং গোরিলা গ্লাস ৩ ওয়াটারড্রপ নচ ডিসপ্লে। স্মার্টফোনটিতে ১৮ ডব্লু ফাস্ট চার্জিং সাপোর্ট সহ রয়েছে ৫ হাজার মেগাহার্ৎজ ব্যাটারি।
#PocoM2 #PowerFTW #PocoIndia