আন্তর্জাতিক এমি অ্য়াওয়ার্ড ২০২০-র জন্য মনোনীত হয়েছেন যারা, তাদের নাম ঘোষণা হল ২৪ সেপ্টেম্বর। 'Made In Heaven'-ছবির অভিনেতা অর্জুন মাথুরকে সেরা অভিনেতার জন্য মনোনীত করা হয়েছে। বেস্ট ড্রামা সিরিজ ক্যাটাগরির জন্য মনোনীত হয়েছে শেফালি শাহের 'Delhi Crime'। বেস্ট কমেডি সিরিজ ক্যাটাগরিতে মনোনীত হয়েছে প্রীতিশ নন্দীর প্রোডাকশনে ওয়েব সিরিজ ‘Four More Shots Please!’ ‘Made In Heaven’ এবং ‘Four More Shots Please!' ছবি দু'টি ওটিটি প্ল্যাটফর্ম আমাজন প্রাইমে দেখা যাবে এবং ‘Delhi Crime’ হল নেটফ্লিক্স অরিজিনাল।