করোনাভাইরাসে (COVID-19) আক্রান্ত হলেন সংগীত শিল্পী কুমার শানু (Singer Kumar Sanu)। গায়কের ভেরিফায়েড ফেসবুক পেজে লেখা হয়, "দুর্ভাগ্যজনকভাবে শানু দা করোনা আক্রান্ত। সবাই ওনার সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা করুন। ধন্যবাদ।"য দিও কুমার শানুর সোশাল মিডিয়া টিম জানায়নি যে সংগীত শিল্পীকে হাসপাতালে ভর্তি করা হয়েছি কি না বা তিনি হোম কোয়ারান্টিনে রয়েছেন কি না।
#KumarSanu #COVID-19