বাঙালির পুজো মানেই ভুড়িভোজ। তবে অন্যান্যবারের মত এবারের পুজো একটু আলাদা। করোনার ভয়ে অনেকেই নিজেদের বাড়িতে বন্দি রেখেছেন। আরও একটু সাবধানি হতে পুরোপুরিই এড়িয়ে চলুন বাইরের খাবারও। তার বদলে পরিবারের সকলে মিলে বাড়িতেই করুন হরেকরকম রান্নার আয়োজন।
#DurgaPuja2020 #DurgaPujaSpecialRecipe #LatestLYBangla