ইউপিএসসি সিভিল পরীক্ষা দেওয়ার বয়সের উর্দ্ধসীমায় হ্রাস টানা হচ্ছে, সম্প্রতি এমনই একটি খবর ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ভুয়ো খবরটিতে দাবি করা হচ্ছে, ২৬ বছর বয়সী পর্যন্ত পরীক্ষার্থীরাই সিভিল সার্ভিস পরীক্ষায় বসতে পারবেন, যার বয়সসীমা আদতে ৩২ বছর পর্যন্ত। ২৬ বছর বয়সের পর কেউ আইএএস কিংবা আইপিএস অফিসার হতে পারবেন না, প্রশাসনের তরফে বয়সের ক্ষেত্রে লাগাম টানা হয়েছে। যাদের মধ্যে উচ্চাকাঙ্খা রয়েছে এবং যারা আদতে মেধাবী, তারাই এই পরীক্ষায় বসতে পারবেন।
#UPSCExam #UPSCCivilExamAgeLimit #LatestLYBangla