Maha Navami 2020 Wishes In Bengali: শুভ নবমী (Subho Navami)। পুরাণ অনুযায়ী, এই তিথিতে দেবতাগণ ঋষি কাত্যায়নের আশ্রমে দেবীর (Maa Durga) আরাধনায় মেতে উঠেছিলেন। এই দিনটা বড় অদ্ভুত। একদিকে পুজোর (Durga Puja) আনন্দ। অন্যদিকে, মনের অচিনপুরে কেউ যেন বাজিয়ে দিয়ে যায় বিসর্জনের (Visarjan) বাঁশি। শারদ বিসর্জনের প্রাক্কালে ধুনোর গন্ধের মত চারিদিকে ছড়িয়ে যায় নিস্তব্ধতার হাতছানি। এদিন সকাল থেকেই মন বলে, পুজো যে আর মাত্র ২ টো দিন বাকি!ঠোঁটের কোণে আলতো হাসি তখন আলগোছে বলে দেয় - আরে! তাতে কী আবার তো বছর ঘুরেই মা আসবেন। এ বছর নবমী ৭ কার্তিক, ১৪২৭, শনিবার। ইংরেজি তারিখ – ২৪ অক্টোবর ২০২০।
#DurgaPuja2020 #MahaNavamiWishes #LatestLYBangla