আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। মঙ্গলবারই নির্ধারিত হয়ে যাবে আগামী পাঁচ বছরের জন্য কে হচ্ছেন বিহারবাসীর ভাগ্যনির্মাতা (Bihar Assembly Election Results 2020)। সমস্ত ভোট পরবর্তী সমীক্ষা বলছে, তেজস্বী যাদবের তেজে পুড়ে ছাই হয়ে যাবে নীতীশ কুমার এনডিএ জোট। এবারও বিহারে জয়ের মুকুট পরবে কংগ্রেস আরজেডির মহাজোট। তবে বুথফেরত সমীক্ষার উপরে সবাই ভরসা রাখছে না। বিজেপি তো এবিষয়ে বিশেষ আশাবাদী।
#BiharAssemblyElectionResults2020 #NDAvsUPA #LatestLYBangla