Mumbai vs Delhi IPL 2020 Final: আইপিএলে মুম্বইয়ের কাছে দিল্লির হারের কারণগুলি একনজরে

LatestLY Bangla 2020-11-11

Views 21

পরপর পাঁচবার। আইপিএলের (IPL 2020) ইতিহাসে ২০১৩,২০১৫,২০১৭ এবং ২০১৯ সালের পর আবারও ২০২০ সালে আইপিএলের ট্রফি ছিনিয়ে নিল মুম্বই ইন্ডিয়ানস (Mumbai Indians) । দুবাইয়ের মাঠে প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭ উইকেটে ১৫৬ স্কোর নিজেদের খাতায় দিল্লি। পরে মুম্বই ব্যাট করতে নেমে ৫ ওভারে ১৮.৪ ওভারেই নির্ধারিত রান তুলে নেন।

#IPL2020 #MumbaivsDelhi #LatestLYBangla

Share This Video


Download

  
Report form