দেখতে চলে এল ভাইফোঁটা। এই দিনটি ভ্রাতৃদ্বিতীয়া (Bhai Phota) হিসেবে পরিচিত। এই দিনটিতে ভাই-বোনের মিলনোৎসব পালিত হয় দেশের বিভিন্ন প্রান্তে। ভ্রাতৃদ্বিতীয়া ভাই-বোন উভয়েই উভয়ের মঙ্গল কামনা করে থাকে। বাঙালিদের কাছে এই দিনটি ‘ভাইফোঁটা’(Bhai Phota) হিসেবেই অধিক পরিচিত। ভাইফোঁটা হিন্দুদের একটি উৎসব। এই উৎসবের পোষাকি নাম ভ্রাতৃদ্বিতীয়া অনুষ্ঠান। কার্তিক মাসের শুক্লাদ্বিতীয়া তিথিতে (কালীপুজোর দু\'দিন পরে) এই উৎসব অনুষ্ঠিত হয়।
#BhaiPhota2020Date #BhaiPhotaCelebration #LatestLYBangla