Chhath Puja 2020 Dates, Significance, Shubh Muhurat And Puja Vidhi In Bengali: দুর্গাপুজো, কালীপুজো কাটিয়ে এবার ছটপুজোর জন্য প্রহর গুণছে দেশবাসী। পূর্ব ভারতের বিহার, ঝাড়খণ্ড, পূর্ব উত্তরপ্রদেশ এবং নেপালের তরাই অঞ্চলে ধুমধাম করে পালিত হয় ছটপুজো। ছট উৎসবে কোনও মূর্তির পুজো করা হয় না। সূর্য দেবতার (Sun) পুজো করা হয় এদিন। ভিন্ন ধর্মের হলেও এখন অবাঙালি সম্প্রদায়ের (Non-Bengali) এই উৎসব স্থান করে নিয়েছে বাঙালির পার্বণের তালিকায়। কোমর-জলে দাঁড়িয়ে এদিন সূর্যের পুজো করেন বাড়ির মহিলারা। কার্তিক মাসের শুক্লপক্ষের ষষ্ঠ দিনে ছটপুজো করা হয়। একনজরে দেখে নেওয়া যাক ছট পুজোর বিশদ তথ্য।
#ChhathPuja2020Dates #ChhathPujaSignificance #LatestLYBangla