New COVID-19 Guidelines: করোনা সংক্রমণ রুখতে কন্টাইনমেন্ট জোনে কড়া নজর, জারি নয়া গাইডলাইন

LatestLY Bangla 2020-11-26

Views 23

কোভিড-১৯ (Covid-19) সংক্রমণের দাপট বাড়ছে ক্রমশ। এদিকে লকডাউনও আলগা হয়ে গেছে। রাস্তাঘাট-বাজার-দোকান সবেতেই নজরে আসছে ভিড়। এহেন পরিস্থিতিতে সংক্রমণ রুখতে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে রাতে কার্ফু জারির নির্দেশ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের (MHA Issues New Guidelines)। করোনা রুখতে কন্টাইনমেন্ট জোনের বাইরে রাজ্য, জেলা, মহকুমা কিংবা শহরের কোথাওই কেন্দ্রের অনুমতি ছাড়া লকডাউন জারি করতে পারবে না রাজ্য। বুধবার দেশে করোনাভাইরাস মোকাবিলায় নতুন করে নির্দেশিকা জারি করেছে স্বরাষ্ট্রমন্ত্রক। ১ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত এই নয়া নির্দেশিকা প্রযোজ্য হবে।

#CoronavirusGuidelines #COVID19Guidelines #LatestLYBangla

 

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS