মা-মেয়ের সম্পর্ক সে তো \'চিনি\'-র মতই মিষ্টি! এবার সবচেয়ে পবিত্র এই সম্পর্কই ফুটে উঠবে ছবির পর্দায়। মৈনাক ভৌমিকের পরিচালনায় আসছে বাংলা সিনে দুনিয়ায় নতুন ছবি \'মিষ্টি\'। অপরাজিতা আঢ্য এবং মধুমিতা সরকার, রিল লাইফের মা মেয়ের ভূমিকায় রয়েছেন এই দুই অভিনেত্রী। টেলি দুনিয়ার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা এবার বড়পর্দায়, \'বোঝেনা সে বোঝেনা\' সিরিয়াল ব্যপক জনপ্রিয় হয়।
#Cheeni #CheeniPoster #LatestLYBangla