Uttarkanya Abhiyan By BJP: ২০২১ বিধানসভা নির্বাচনের বাদ্যি বেজে গিয়েছে, একই দিনে জনসভা করলেন মমতা-কৈলাস-দিলীপ;আজ মেদিনীপুরে জনসভা করলেন তৃণমূলনেত্রী মমতা ব্যানার্জি। কৈলাস বিজয়বর্গীয়র নেতৃত্বে একটি মিছিল আসছিল শিলিগুড়ির জলপাই মোড় থেকে থেকে দিলীপ ঘোষের মিছিল আসছিল ফুলবাড়ি থেকে। ১৪৪ধারা উপেক্ষা করে বিজেপির এই উত্তরকন্যা চলো অভিযানকে কেন্দ্র করেই রণক্ষেত্র, ব্যারিকেড ভেঙে দেয় যুবমোর্চার সদস্যরা।