Winter In Kolkata: কুয়াশার দাপটে ব্যাকফুটে শীত, দৃশ্যমানতা কমার জেরে ব্যহত বিমান চলাচল

LatestLY Bangla 2020-12-08

Views 5

Winter In Kolkata In Bengali: দেখা দিয়েও উধাও শীত, কুয়াশার দাপটে জেরবার দক্ষিণবঙ্গ। ঘন কুয়াশার দাপটে কমছে দৃশ্যমানতা, বিমান চলাচলও ব্যহত হচ্ছে কলকাতা বিমানবন্দরে। আলিপুর জানাচ্ছে, উত্তরবঙ্গের তিন জেলায় দৃশ্যমানতা ২০০ মিটারের থেকেও কমে যায়। উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় ঘন কুয়াশার সর্তকতা জারি করা হয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়াতেও ঘন কুয়াশার সতর্কতা।

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS