ভারতীয় বায়ুসেনাবাহিনীর কড়া নজরে বলিউড। ভাবছেন কেন বলছি? কিছুদিন আগেই জাহ্নবি কাপুরের Gunjan Saxena: The Kargil Girl ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল। সেদিক থেকে নজর সরতে না সরতেই এবার মুক্তির আগেই বিপাকে \'একে ভার্সেস একে\' (AK vs AK)। দিন দুয়েক আগেই মুক্তি পেয়েছে ছবির ট্রেলার, যা ঘিরেই উত্তেজনার পারদ চরছে। ট্রেলারে অভিনেতা অনিল কাপুরকে দেখা গিয়েছে বায়ুসেনার পোশাকে। সেটি থেকেই বিতর্কের সূত্রপাত।