Buddhadeb Bhattachary Health Update: কেমন আছেন বুদ্ধবাবু? কী বলছেন চিকিৎসকেরা, জেনে নিন

LatestLY Bangla 2020-12-14

Views 1

এখন অনেকটাই ভাল আছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadabe Bhattacharya)। রবিবার নিজের মুখে খেয়েছেন তরল খিচুড়ি, সামান্য পাকা পেঁপে এবং আঙুর ফল। মেকানিক্যাল ভেন্টিলেশন থেকে বুদ্ধবাবুকে সরিয়ে বাইপ্যাপে রাখা হয়েছে। আজ হয়তো বাইপ্যাপেই থাকবেন তিনি। তবে দিন দুয়েক ধরে বাড়ি ফেরার জন্য জেদ করছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। চিকিৎসকরা বুঝিয়েছেন। রাজনৈতিক সহকর্মী ততা বাম নেতা ডাক্তার সূর্যকান্ত মিশ্রও তাঁকে আর কয়েকটা দিন হাসপাতালে থাকতে বলায় কিছুটা শান্ত হয়েছেন বুদ্ধবাবু।

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS