WBSSC Teacher Recruitment 2020-21: সাঁওতালি স্কুলে সহকারী শিক্ষক নিয়োগ, আবেদন করতে কী করবেন?

LatestLY Bangla 2020-12-23

Views 2

পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন সাঁওতালি মিডিয়াম স্কুলের সহকারী শিক্ষক (Assistant Teacher) নিয়োগ করা হচ্ছে। পার্বত্য অঞ্চল বাদে সাঁওতালি মিডিয়াম সরকারি স্কুলের জুনিয়র হাই, সেকেন্ডারি এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে নিয়োগ করা হবে। অফিসিয়াল ওয়েবসাইট-www.wbsschelpdesk.com এ প্নলাইন আবেদনের মাধ্যমে যোগ্য প্রার্থীরা, ডাব্লুবিএসসিসি সহকারী শিক্ষক নিয়োগের জন্য ২৩ ডিসেম্বর, ২০২০ থেকে আবেদন করতে পারবেন। ৬ জানুয়ারি, ২০২১-এ আবেদনের শেষ তারিখ। ডাব্লুবিএসসির শিক্ষক নিয়োগ (WBSSC Teacher Recruitment 2020-21) প্রাথমিক পরীক্ষার পরে মেইন পরীক্ষার ভিত্তিতে করা হবে। পরীক্ষার তারিখগুলি পরে ঘোষণা করা হবে। উচ্চ প্রাথমিক স্তরের বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির, দশম ও দ্বাদশ শ্রেণির জন্য নিয়োগ করা হচ্ছে। প্রার্থীরা নিয়োগ সংক্রান্ত তথ্য, যেমন শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, নিয়োগ প্রক্রিয়া ও অন্যান্য বিষয়ে জানুন বিস্তারিত। এই westbengalssc.com ওয়েবসাইটে ক্লিক করুন, সেখানে বেতন, নিয়োগ এবং নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য জানতে পারবেন। আবেদনের শেষ তারিখ ৬ জানুয়ারি, ২০২১। স্নাতক, স্নাতকোত্তর এবং অন্যান্যরা আবেদন করতে পারেন।

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS