২০২০, বছরের শেষলগ্নে এসে একবার ফিরে দেখা যাক কী ঘটল দেশে। সিএএ-র বিরোধিতা থেকে কৃষক আন্দোলন, বারবারই মোদি সরকারের বিরোধিতায় সোচ্চার হয়েছে গোটা দেশ। ২০১৯-র ১১ ডিসেম্বর নাগরিকত্ব সংশোধনী বিল পাশ হতেই স্পষ্ট হয় ধর্মীয় মেরুকরণের রাজনীতি! দিল্লি মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও এই বিরোধিতায় সমর্থন জানায়। শাহিনবাগ আন্দোলনের নেপথ্যে জেএনইউ এবং আলিবাগের ছাত্রদের মদত ছিল বলে অভিযোগ ওঠে।সিএএ বিরোধিতা থেকে কৃষি বিল বিরোধিতার জেরে কৃষক আন্দোলন, আন্দোলন-বিক্ষোভের ২০২০ সাল।সিএএ-র বিরোধিতায় সরব হয়ে মহিলা এবং শিশুরা যৌথভাবে প্রতিবাদে মুখর হয়েছিল দিল্লির শাহিনবাগে। টানা ১০ দিন ধরে দাঙ্গা চলে দিল্লিতে, কমবেশি ৫০ জনের মৃত্যু হয় বলে খবর। দিল্লির বিধানসভা নির্বাচনের প্রাক্কালে শাহিনবাগ আন্দোলন কেন্দ্র বিরোধী আগুনের আঁচ ছড়িয়ে দেয় এলাকায়, অবশেষে ভোটবাক্সে জোরাল ধাক্কা খায় বিজেপি। উত্তর-পূর্বের রাজ্য- অসম, নাগাল্যান্ড, মেঘালয় বিক্ষোভে ফেটে পড়ে, অসমে দীর্ঘ ১ মাস জারি ছিল কার্ফু।