কৃষকদের ক্ষোভের কোপে জিও, পঞ্জাবে কমবেশি ৯ হাজার টেলিকম টাওয়ারের মধ্যে ১,৫০০-র বেশি টাওয়ারের উপর হামলা। কৃষি আইনের বিরোধিতায় রিলায়েন্সের বিরুদ্ধে এভাবেই ক্ষোভ প্রকাশ কৃষকদের, জলন্ধর-সহ একাধিক জায়গায় জিও-র পরিষেবা স্তব্ধ। এনটিভিকে দেওয়া সাক্ষাৎকারে জিও-র এক কর্মীর কথায়, একাধিক টাওয়ার ক্ষতিগ্রস্থ, বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয়েছে কিংবা কোথাও জেনারেটর চুরি করে নেওয়া হয়েছে। টেলিকমের মত জরুরি পরিষেবা ব্যহত হওয়ার বিষয়টি নিয়ে আন্দোলনরত কৃষকদের উদ্দেশে কড়া বার্তা পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরেন্দর সিংয়ের। এই ধরণের ঘটনায় পুলিশকে অভিযুক্তদের শাস্তির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। ২৫ ডিসেম্বর মুখ্যমন্ত্রী কৃষকদের কাছে অনুরোধ করেছিলেন, রাজ্যের যোগাযোগ পরিষেবা যেন কোনওভাবেই ব্যহত না হয়। গত ১ সপ্তাহ ধরেই রিলায়েন্সের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে আসছেন আন্দোলনরত কৃষকেরা। কৃষকদের বক্তব্য, কৃষি বিরোধী এই তিন আইন মুকেশ আম্বানির সংস্থা রিলায়েন্সের মুনাফার জন্যই তৈরি। জিও-র টাওয়ার ভাঙচুরের ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।1