৫০ বছর উপলক্ষ্যে মিছিল ও সমাবেশ ভারতীয় ছাত্র সংগঠনের। কোচবিহার, পশ্চিম বর্ধমান, হুগলি, পশ্চিম মেদিনীপুর, কলকাতা-সহ একাধিক এলাকায় মিটিং-মিছিল হয়। কোচবিহারের মিছিলে হাজির ছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু এবং বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী।দুর্গাপুরের মিছিলে হাজির ছিলেন জেএনইউ-র এসএফআই নেত্রী ঐশী ঘোষ। সূর্য কান্ত মিশ্র সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন সেই ছবি। কলকাতাতেও শ্যামবাজার থেকে কলেজ স্ট্রিট পর্যন্ত হচ্ছে কেন্দ্রীয় মিছিল। গণতান্ত্রিক মহিলা সমিতির রাজ্য সম্পাদক কনীনিকা বসু ঘোষ ছিলেন এই মিছিলের বক্তা। সংগঠনের ৫০ বছর পূর্তি উদযাপনের সমাপ্তি উপলক্ষে অনুষ্ঠানে বিরাটিতে হাজির ছিলেন শ্রীলেখা মিত্র। এসএফআই ১৯৭০ সাল থেকে প্রথম নির্বাচিত কেন্দ্রীয় নেতৃত্ব। ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে জেলায় জেলায় মিটিং, মিছিল এবং জমাবেশের আয়োজন করা হয়।