Mamata Banerjee At Bolpur: \'ডাকাতের সঙ্গে লড়ে বাংলাকে বাঁচাতে হবে\', বোলপুরে মমতা ব্যানার্জি

LatestLY Bangla 2020-12-30

Views 2

রোড শো শেষে বিজেপিকে আক্রমণ করে ভাষণ দিলেন মমতা ব্যানার্জি (Mamata Banerjee)। তিনি বলেন, \"বঙ্গধ্বনি যাত্রায় তৃণমূল কর্মীদের রিপোর্টকার্ড সর্বত্র পৌঁছে দেওয়া হয়েছে। আমরা লক্ষ্য করছি কুকথায়-অকথায় বিশ্বভারতী শান্তিনিকেতনকে আক্রমণ করছে। প্রতিবাদের ভাষাকে জোরদার করতেই এই বোলপুরের মাটিতে এসেছি। আমি রাজীব গান্ধীর সঙ্গে প্রথম বিশ্বভারতীতে আসি। বাংলায় এসে শুধু বিবেকানন্দের গলায় মালা দিলে হবে না। সব জানতে হবে।\" অমর্ত্য সেন বিশ্বভারতীর কর্তৃপক্ষের দ্বারা অপমানিত হচ্ছেন বলেও অভিযোগ তোলেন। সেই প্রসঙ্গে তিন বলেন,‘কিছুদিন ধরে কুকথায় রবীন্দ্রনাথ-অমর্ত্য সেনকে আক্রমণ চলছে। নতুন করে সোনার বাংলার স্বপ্ন দেখানোর দরকার নেই।\' তৃণমূল নেতাদের দলবদলের চক্রান্ত বিজেপির বলে অভিযোগ করে তিনি বলেন,\'টাকা দিয়ে বিজেপির কত এমএলএ কিনে নিলেন, তাও সব পচা-ধসা।\' বোলপুর লজ থেকে জামবুনি পর্যন্ত ৪ কিলোমিটার পদযাত্রা করেন তৃণমূল নেত্রী। পদযাত্রায় ছিল ২টি ট্যাবলো। পা মিলিয়েছিলেন স্থানীয় সাংসদ শতাব্দী রায়-সহ সেখানকার বাউল শিল্পীরাও। জনতার উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় মিছিলে।

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS