New Year 2021 Wishes: হ্যাপি নিউ ইয়ার! নতুন বছরের শুভেচ্ছা লেটেস্টলি বাংলার তরফে

LatestLY Bangla 2020-12-31

Views 24

New Year 2021 Wishes in Bengali: বছরটা বিশে বিষ হলেও সমস্ত বিষাদ কাটিয়ে উৎসবের হাত ধরে আনন্দে মাতছে বাঙালি। পুজো পুজো আমেজ থেকে বড়দিন, বর্ষবরণ; উৎসবপ্রিয় বাঙালি দীর্ঘ কয়েক মাসের না পাওয়াকে পুষিয়ে নিচ্ছে বেশ। ২০২১-কে স্বাগত জানাতে তৈরি সকলেই। বিশের বিষ কাটিয়ে নতুন বছরকে সাদর আমন্ত্রণ জানানোর পালা। শীতের ছুটিতে ক্রিসমাস থেকে বর্ষবরণ পর্যন্ত হুল্লোড় না হোক জমাটি ভুরিভোজ হবে না তা কি হয়? রাত পোহালেই বর্ষবরণ। পুরনো সমস্ত গ্লানি মুছে নতুন বছরকে সাদর আমন্ত্রণ জানানোর পালা। ইংরেজি নববর্ষ ২০২১-কে (Happy New Year 2021) আগমণ জানাতে লেটেস্টলি বাংলা নিয়ে এসেছে শুভেচ্ছাপত্র। পরিবার, পরিজন, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধবকে এই শুভেচ্ছাপত্রগুলি পাঠিয়ে ২০২১-কে স্বাগত জানান।1

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS