Kalpataru Utsav 2021: করোনা আবহে ১ জানুয়ারি কল্পতরু বাতিল দক্ষিণেশ্বরে, দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ

LatestLY Bangla 2021-01-01

Views 28

করোনা সংক্রমণের জের, বছরের প্রথম দিন বন্ধ থাকছে দক্ষিণেশ্বর মন্দির। প্রতিবছর ১ জানুয়ারি কল্পতরু উৎসব পালিত হয় ধুমধাম করে, জনস্রোতের দেখা মেলে দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর মন্দিরে। ১ জানুয়ারি দিনভার চলে পুজো, এবার করোনা সংক্রমণ ঠেকাতেই দর্শনার্থীদের জন্য মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি, স্যানিটাইজ করে লক্ষ লক্ষ মানুষকে নিয়ন্ত্রণ করা কার্যত অসম্ভব; যার জেরে অবশেষে বাতিল করা হল মন্দিরে পর্যটকদের প্রবেশ। দক্ষিণেশ্বর মন্দিরের অছি ও সম্পাদক কুশল চৌধুরির কথায়,\" ১ জানুয়ারি কল্পতরু উৎসব। এদিন প্রতি বছর প্রচুর মানুষ মন্দিরে আসেন। মন্দিরের সামনে থেকে বালি ব্রিজ পেরিয়ে উত্তরপাড়া, সিঁথির মোড়, কামারহাটি পর্যন্ত ভিড় হয় পুজো দেওয়ার। করোনা পরিস্থিতিতে সংক্রমণ রুখতে ১ জানুয়ারি দর্শনার্থীদের জন্য দক্ষিণেশ্বর মন্দির সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।\"এবার করোনা আবহে কাশীপুর উদ্যানবাটিতেও দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা হয়েছে। কল্পতরু উৎসব দেখা যাবে উদ্য়ানবাটীর নিজস্ব ওয়েবসাইটে।1

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS