বেলা তিনটেয় আলিপুর চিড়িয়াখানার সামনে থেকে মুরলীধর সেন লেনে দলের প্রধান কার্যালয়ে ৭০০ গাড়ির শোভন-বৈশাখীর রোড শো শুরু হয়ে গেছে। এদিকে অনুপস্থিত খোদ শোভন চট্টোপাধ্যায়। বৈশাখী সকালেই জানিয়ে দিয়েছেন, তিনি মিছিলে থাকবেন না। শোভনের বাড়িতে তাঁর সঙ্গে কথা বলছে বিজেপি রাজ্য নেতৃত্ব। দিল্লির নেতৃত্বও ফোন করে বোঝানোর চেষ্টা করছে তাঁকে। যদিও কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, সপ্তাহের প্রথম দিনে এমনিতেই রাস্তাঘাটে নিত্যযাত্রীদের ভিড় থাকবে। এমতাবস্থায় বিকেল তিনটে নাগাদ যদি ৭০০ গাড়ির মিছিল বেরোয় তাহলে যে যানজট তৈরি হবে তা কাটাতে দীর্ঘসময় লেগে যাবে। সবমিলিয়ে মারাত্মক সমস্যায় পড়বে আমজনতা। কিন্তু অনুমতি না পেলেও মিছিল বন্ধ করেনি বঙ্গবিজেপি। ডায়মন্ডহারবারে জে পি নাড্ডার গাড়িতে হামলা, এ ঘটনার স্মৃতি অতীত হয়নি এখনও। কাঁচের বোতল, ইট দিয়ে হামলা চালানো হয়েছিল সেবার। এবার সেই হামলার স্মৃতি উস্কেই কলকাতার রাজপথে কৈলাস বিজয়বর্গীয় এবং মুকুল রায়ের গাড়ি লক্ষ্য করে হামলা। কৈলাস এবং মুকুল রায়ের গাড়ি লক্ষ্যে করে ছোঁড়া হয় জুতো।