Mamata Banerjee Birthday! \'অগ্নিকন্যা\' মমতা ব্যানার্জির রাজনৈতিক কেরিয়ারের ৬ সেরা পদক্ষেপ

LatestLY Bangla 2021-01-05

Views 11

আজ জন্মদিন (Happy Birthday) দেশের দাপুটে মহিলা নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির (Mamata Banerjee)। তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) সুপ্রিমোর রাজনীতির যাত্রাপথ শুরু সেই কলেজ জীবন থেকে। অতীতে কংগ্রেসের হাত ধরে রাজনীতিতে প্রবেশ। ছাত্র রাজনীতি থেকেই এক উজ্জ্বল মুখ। অজস্র ঘাত, প্রতিঘাত, সংঘাতের পর আজকের \'অগ্নিকন্যা\' ওরফে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কংগ্রেস থেকে প্রস্থানের পর সিপিএমের ৩৪ বছরের লাল দূর্গ ভেঙে বাংলায় আনেন পরিবর্তনের হাওয়া। পর পর দু\'বার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর পদে আসীন হন। তৃতীয়বার মুখ্যমন্ত্রীর আসন লাভের জন্য নিরলস পরিশ্রম করে চলেছেন ৬৬ বছর বয়সী মমতা ব্যানার্জি। কংগ্রেসের মতো জাতীয় দল থেকে বেড়িয়ে নতুন দল তৈরি, পর পর দু\'বার রেল মন্ত্রী, এক বার কয়লা মন্ত্রকের এবং এক বার মানবসম্পদ উন্নয়ন, যুব, ক্রীড়া, নারী ও শিশুকল্যাণ বিভাগের রাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব সামলানো থেকে বর্তমানে কেন্দ্রীয় শাসক দলের বিরোধী দলনেত্রী হিসেবে তিনি বহুল চর্চিত।

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS