Tractor Rally By Farmers: অষ্টম দফা বৈঠকের আগে ট্রাক্টর মিছিলে স্তব্ধ দিল্লি সীমান্ত

LatestLY Bangla 2021-01-08

Views 9

তিন কৃষি আইনের বিরোধিতায় কৃষক আন্দোলন অব্যহত, কড়া নিরাপত্তাবেষ্টনীকে উপেক্ষা করে ৭ জানুয়ারি দিল্লি সীমান্তে ট্রাক্টর-মিছিল করল কৃষকেরা। ভারতী কিষাণ ইউনিয়নের প্রধান যোগীন্দর সিং উগ্রহান জানান, ৩,৫০০ ট্রাক্টর এই মিছিলে যোগ দেয়। কৃষক সংগঠনের কথায়, এই ট্রাক্টর মিছিল ছিল ২৬ জানুয়ারি সুবিশাল কর্মকাণ্ডের শুধু \'প্রস্তুতি\' ছিল, প্রজাতন্ত্র দিবসের দিন হরিয়ানা, পঞ্জাব এবং উত্তরপ্রদেশের একাধিক প্রান্ত থেকে ট্রাক্টর নিয়ে মিছিল করবেন কৃষকেরা। দিল্লি এবং হরিয়ানা পুলিশ প্রহরাকে তোয়াক্কা না করেই ৭ জানুয়ারি সকাল ১১ টা থেকে কুন্দলি-মানেসর-পলওয়াল এক্সপ্রেসওয়ের দিকে যাত্রা শুরু করেন কৃষকেরা। বিকেইউ নেতা রাকেশ টিকাইতের নেতৃত্বে চলে এই ট্রাক্টর মিছিল; সিঙ্ঘু থেকে টিকরি, টিকরি থেকে কুন্দলি, গাজিয়াপুর থেকে পলওয়াল এবং রেওয়াসন তেকে পলওয়াল পর্যন্ত চলে এই মিছিল। ট্রাক্টর মিছিলে একাধিক মহিলাদেরও যোগ দিতে দেখা গিয়েছে। পলওয়াল পুলিশের হস্তক্ষেপের জেরে নির্দিষ্ট এলাকা থেকে আর কোনও মিছিল করতে পারেননি কৃষকেরা।

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS