Chitra Ghosh Death: নেতাজি সুভাষ চন্দ্র বসুর ভাইঝি চিত্রা বসু প্রয়াত, শোকপ্রকাশ নরেন্দ্র মোদির

LatestLY Bangla 2021-01-08

Views 10

নেতাজি সুভাষ চন্দ্র বসুর ভাই শরৎচন্দ্র বসুর মেয়ে চিত্রা বসু প্রয়াত, কলকাতায় তাঁর নিজের বাড়িতে ৯০ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। গত কয়েকবছর ধরেই বার্ধক্যজনিত একাধিক শারীরিক রোগে আক্রান্ত ছিলেন চিত্রা বসু। স্থপতি সুবিমল ঘোষের স্ত্রী চিত্রা বসুর সঙ্গে নেতাজি সুভাষ চন্দ্র বসুর সরাসরি যোগাযোগ ছিল, ছোট থেকেই রাজনীতি এবং সমাজসেবার সঙ্গে নিজেকে জড়িয়ে রেখেছিলেন তিনি। ফরওয়ার্ড ব্লকেও একাধিক গুরুত্বপূর্ণ পদের দায়িত্বে ছিলেন তিনি, ১৯৯৮ সালে বারাসত লোকসভা কেন্দ্র থেকে দলীয় প্রার্থী হন চিত্রা বসু। নেতাজি সুভাষ চন্দ্র বসু সংক্রান্ত একাধিক তথ্য কেন্দ্রের কাছে তুলে ধরেছেন তিনি বিভিন্ন সময়ে, কেঁওড়াতলা শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। চিত্রা বসুর মৃত্যুতে শোকপ্রকাশ করে টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে কৈলাস বিজয়বর্গীয় সকলেই তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেন।

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS