Happy Birthday Rahul Dravid: প্রাক্তন ভারতীয় ক্রিকেটার রাহুল দ্রাবিড় সম্পর্কে কিছু অজানা তথ্য

LatestLY Bangla 2021-01-11

Views 1

২০০৮ সালের কথা, সিডনির মাঠে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া। ১৮ রানের ঝুলি নিয়ে ক্রিজে রয়েছেন রাহুল দ্রাবিড়। টানা ৪০টি ডট! ৪১তম বলটা ব্যাটে লাগতেই ১ রান। ১৯-শে পৌঁছলেন রাহুল দ্রাবিড়, মুহূর্তেই কেঁপে ওঠে গ্যালারি। রাহুল দ্রাবিড়ের সঙ্গে তকমা জোটে \'দ্য ওয়াল\'। ১৯৯৬ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক রাহুলের। ১৯৯৭ সালে ইন্ডিপেন্ডেস কাপে পাকিস্তানের পাকিস্তানের বিরুদ্ধে ১ দিনের আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম সেঞ্চুরি। ১৯৯৯ বিশ্বকাপে কেনিয়ার বিরুদ্ধে শচিনের সঙ্গে পার্টনারশিপে ২৩৮ রান। পরের ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে সৌরভ-দ্রাবিড়ের ৩১৮ রানের জুটি। ২০টি টেস্ট এবং ৬২টি একদিনের ম্যাচে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন রাহুল। ২০০৩ সালে বিজেতা পেন্ডারকারকে বিয়ে। ১৬ বছরে ১৬৪টি টেস্ট এবং রান করেছেন ১৩,২৮৮। এরপর ২০১১ সালে আন্তর্জাতিক T-20 থেকে অবসর নেন রাহুল।

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS