Nagaland People Pull Truck From Gorge: খাদ থেকে লরিটিকে টেনে তুললেন গ্রামবাসীরা, ভাইরাল ভিডিও

LatestLY Bangla 2021-01-11

Views 1

ভয়াবহ দুর্ঘটনায় খাদে পড়ে যায় একটি লরি। এই ঘটনা নাগাল্যান্ডের একটি গ্রামের। পুলিশ প্রশাসনের অপেক্ষা না করে খোদ গ্রামবাসীরা এগিয়ে আসেন লরিটিকে উদ্ধার করতে। দড়ি দিয়ে বেঁধে বাঁশের সাহায্যে লরিটিকে তুলে আনার এই ঘটনাটির ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। জাতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, লরিটি আদা বোঝাই করে নিয়ে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে। গুরুতর আহত অবস্থায় লরিটিকে ফেলে রেখেই ঘটনাস্থল থেকে পলাতক চালক। এরপরই স্থানীয় বাসিন্দাদের নজরে আসতেই ঘটনাটি হাজার হাজার মানুষ এলাকায় জড়ো হয়, সকলে মিলে তুলে আনেন লরিটিকে। মিজোরামের দায়িত্বে থাকা বিজেপির মুখপাত্র এমহনলুমো কিকন নিজের টুইটার হ্যান্ডেলে ঘটনাটি শেয়ার করেন। উদ্ধারকারীদের কাছে ছিল না কোনও দড়ি, কুড়ুল কিংবা লম্বা বাঁশও ছিল না, শুধুমাত্র সকলে দল বেঁধে সর্বশক্তি দিয়ে টেনে তোলেন লরিটিকে।

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS