Nusrat Jahan\'s Marriage: ডিভোর্সের পথে নিখিল-নুসরত! যশের সঙ্গে প্রেমে নুসরত?

LatestLY Bangla 2021-01-11

Views 10

রূপকথার রাজকন্যার মতো তাঁর বিয়ের আসর বসেছিল। কি ছিল না সেই আয়োজনে। না কলকাতার কোনও পাঁচতারা হোটেল, লবি, ব্যাঙ্কোয়েট বা গার্ডেন নয়। তৃণমূলের সাংসদ অভিনেত্রী নুসরত জাহানের (Nusrat Jahan) বিয়ে হয়েছিল তুরস্কের বোদরুমে। হ্যাঁ, রাজ্যের প্রথম ডেস্টিনেশন ওয়েডিং যাকে বলে। সেই বিয়েতে আতিশয্যের কোনও অভাব ছিল না। বসিরহাট থেকে লোকসভা নির্বাচনে জয়ী হওয়ার পরেই সাতপাকে বাঁধা পড়তে তুরস্কে উড়ে যান নুসরত জাহান। সহকর্মী বান্ধবী তথা আর এক সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তীও ছিলেন তাঁর সঙ্গে। তাইতো সংসদে একেবারে শেষ মুহূর্তে শপথগ্রহণ অনুষ্ঠানে শামিল হয়েছিলেন দুই অভিনেত্রী। বিয়ে নিয়েও কম জল্পনা হয়নি। ব্যবসায়ী নিখিল জৈনকে বিয়ে করেন নুসরত। পরে কলকাতায় ফিরে বড় করে রিসেপশনের আসর বসেছিল আইটিসি রয়্যালে। এর পরে কেটে গিয়ে দেড়টা বছর। ভালোয় মন্দয় টক ঝাল মিষ্টিতে মিলিয়ে চলছিল নিখিল নুসরতের সংসার। ইসকনের রথটানা থেকে শুরু করে চালতাবাগান বারোয়ারিতে সিঁদুরখেলা। নিখিল নুসরতকে সব জায়গায় এক সঙ্গে দেখা যেত।

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS