স্বামী বিবেকানন্দ-সহ অন্যান্য মনিষীদের জন্মদিনে রাজনৈতিক কর্মসূচি বাংলায় নতুন কিছু নয়, তবে ২১-র নির্বাচনের প্রাকলগ্নে বাংলার রাজনীতিতে এটি যথেষ্ট মাহাত্মপূর্ণ। ১২ জানুয়ারি, শ্যামবাজার থেকে সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের বাড়ি পর্যন্ত শুভেন্দু অধিকারীর নেতৃত্বে হবে মিছিল। অন্যদিকে রাজ্যের যুবসম্প্রদায়কে উদ্বুদ্ধ করার কথা সবসময়ই বলে এসেছেন মুখ্মন্ত্রী মমতা ব্যানার্জি, নির্বাচনের আগে এই বিষয়টিতে আরও বেশি জোর দিচ্ছেন তিনি। মমতা ব্যানার্জির বার্তাকে মাথায় রেখেই শুভেন্দু অধিকারীর বিপরীতে এদিন শহরের পথে নামছেন তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি অভিষেক ব্যানার্জি। ১২ জানুয়ারি বিকেলে গোলপার্কে বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করবেন অভিষেক ব্যানার্জি, এরপর সেখান থেকেই হাজরা পর্যন্ত অভিষেকের নেতৃত্বে হবে মিছিল। দক্ষিণ কলকাতায় রাজ্যের শাসক দল এবং উত্তর কলকাতায় বিরোধী দলের কর্মসূচি ঘিরে উত্তেজনার পারদ ক্রমশ চরছে। কোন কর্মসূচিতে জনসংখ্যার পারদ চরবে, সেদিকেই নজর রাখবে গোটা রাজ্য।