Kunal Ghosh Seeks Sovan Chatterjee\'s Arrest: শোভনকে গ্রেফতারের দাবি কুণালের, পাল্টা হুঁশিয়ারি দিলীপের

LatestLY Bangla 2021-01-13

Views 0

সাংবাদিক বৈঠকে শোভন চট্টোপাধ্যায়কে (Sovan Chatterjee) নিয়ে বিস্ফোরক কুণাল ঘোষ (Kunal Ghosh)। চিটফান্ড মামলায় কাঠগড়ায় তুললেন প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়কে। আইকোর মালিকের সঙ্গে ছবি শোভন-বৈশাখীর পুরোনো ছবি দেখিয়ে বিঁধলেন কুণাল ঘোষ। সাংবাদিক বৈঠকে তিনি প্রশ্ন করেন, সারদায় ১ কোটি টাকা কে পেয়েছেন? বাঁচার স্বার্থেই বিজেপিতে গিয়েছেন মুকুল রায়, শোভন চ্যাটার্জি ও শুভেন্দু অধিকারীরা। রাজীব কুমারের জন্যই মুকুল রায়, শোভন চ্যাটার্জিরা ছাড়া পেয়ে গিয়েছেন। আর এরাই দিদিকে ভুল বুঝিয়ে গিয়েছেন। আসল ঘটনা জানতে দেনননি। আর এখন মানসিক আঘাত করছেন। শোভন চট্ট্যোপাধ্যায়ের গ্রেফতারি চেয়ে তিনি বলেন,বৃহৎ ষড়যন্ত্রের অংশ শোভন । সব চিটফান্ডের সঙ্গে যুক্ত ছিলেন। কেন তাঁকে গ্রেফতার করা হবে না? একাধিক অভিযোগ ছুড়ে দেন বৈশাখী ব্যানার্জির ওপরও। গতকাল শোভন-বৈশাখীর সভায় শোভনের আক্রমণের পাল্টা টপ দাগেন প্রাক্তন সাংসদ।

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS