Shatabdi Roy, Trinamool MP Gets Key Post: তৃণমূল রাজ্য কমিটির সহ সভাপতি বিধায়ক শতাব্দী রায়

LatestLY Bangla 2021-01-18

Views 3

তৃণমূলে নতুন পদ পেলেন শতাব্দী রায় (Shatabdi Roy)। তৃণমূলের রাজ্য কমিটির সহ সভাপতি হচ্ছেন তিনি। সহ সভাপতি হচ্ছেন মোয়াজ্জেম হোসেন ও শঙ্কর চক্রবর্তী। বৃহস্পতিবার দলের নামে তীব্র অসন্তোষ প্রকাশ করে বিজেপিতে যোগদানের ইঙ্গিত দেন তিনি। শুক্রবার তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জির সঙ্গে আলোচনার পর মানভঞ্জন হয় সাংসদের। নতুন দায়িত্ব পাওয়ার পর সংবাদমাধ্যমকে শতাব্দী জানিয়েছেন, \"দায়িত্ব পাওয়ায় আমি খুব খুশি। আমি মনে করি, আমার দায়িত্ব আরও বেড়ে গেল। আমি বরাবরই কাজ করে এসেছি। আগামী দিনে আরও ভালভাবে কাজ করতে চাই। আমাকে এই দায়িত্ব দেওয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেকের কাছে আমি কৃতজ্ঞ। দলে কী কী সুবিধা-অসুবিধা হচ্ছে, তা জানালে দল তা শোনে, এটাই তার প্রমাণ। হয়ত আগে সঠিক জায়গায় যেতে পারিনি বলেই সমস্যার সমাধান হয়নি।\"

Share This Video


Download

  
Report form