Assam Elections 2021: বিজেপিকে রুখতে মহাজোট গড়ল কংগ্রেস এবং বিরোধী দলগুলি

LatestLY Bangla 2021-01-20

Views 3

লক্ষ্য \'অসম রক্ষা\', শাসক বিজেপিকে রুখতে মহাজোট গড়ল কংগ্রেস, এআইইউডিএফ, বাম সহ প্রধান বিরোধী দলগুলি। ১৯ জানুয়ারি ছয় বিরোধী দল সাংবাদিক সম্মেলন করে মহাজোটের কথা ঘোষণা করেন। কংগ্রেস, বদরুদ্দিন আজমলের এআইইউডিএফ, সিপিআই, সিপিআইএম, সিপিআইএমএল ও নবগঠিত আঞ্চলিক গণমোর্চা একে অপরের সঙ্গে হাত মিলিয়েছে। অজিত কুমার ভুঁইয়ার হাত ধরে তৈরি হয়েছে আঞ্চলিক গণ মোর্চা দলটি। মহাজোট তৈরির আনুষ্ঠানিক ঘোষণায় হাজির ছিলেন ছত্তিসগড়ের মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা ভূপেশ বাঘেল এবং জিতেন্দ্র সিং। ছত্তিসগড়ের মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা ভূপেশ বাঘেল বলেন, \"অমিত শাহ বলেছেন বিজেপি ছত্তিসগড়ে ৬৫টি আসনে জিতবেন এবং আমরা জিতব ৬৮টি আসনে। উপনির্বাচনেও অতিরিক্ত ২টি আসনে আমাদের জেতার সম্ভাবনা বেশি। এদিকে অসমে অমিত শাহের বিশ্বাস ১০০-র বেশি আসনে জিতবে বিজেপি, কিন্তু আমার বিশ্বাস মহাজোট ১০০-র বেশি আসনে জয়ী হবে।\"

Share This Video


Download

  
Report form