Howrah-Kalka Mail Express Renamed Netaji Express: হাওড়া-কালকা মেলের নাম বদলে নেতাজি এক্সপ্রেস

LatestLY Bangla 2021-01-20

Views 13

বিধানসভা নির্বাচনের আগেভাগে ভোট রাজনীতিতে তুরুপের তাস নেতাজি সুভাষচন্দ্র বসু (Netaji Subhas Chandra Bose)। দুদিন পরেই তাঁর জন্মদিনে কলকাতায় আসছেন নরেন্দ্র মোদি। তার আগেভাগে সুভাষচন্দ্রের ১২৫-তম জন্মদিনে তাঁকে শ্রদ্ধা জানালো রেলমন্ত্রক। হাওড়া-কালকা মেলের নাম বদলে রাখা হল নেতাজি এক্সপ্রেস। এই দিন জরুরি ভিত্তিতে টুইট করে এই নাম বদলের বিষয়টি প্রকাশ্যে আনেন রেলমন্ত্রী পীযূষ গয়াল। একই সঙ্গে সমস্ত ডিভিশনের রেলের জেনারেল ম্যানেজারদের কাছে এই তথ্য পাঠিয়ে দেওয়া হয়। একদিন আগেই ২৩ জানুয়ারি নেতাজির জন্মজয়ন্তীকে পরাক্রম দিবস হিসেবে ঘোষণা করেছে সংস্কৃতি মন্ত্রক। ঠিক তার পরেপরেই হাওড়া-কালকা মেলের নাম বদলে যাওয়ার ঘটনাতে রাজনৈতিক অনুষঙ্গ দেখছে ওয়কিবহাল মহল।  বামনেতা সুজন চক্রবর্তীও একযোগে সেই দাবি তুলে বলেন, নেতাজির জন্মদিনকে ঘিরে রাজনীতিতে নেমেছে কেন্দ্রের মোদি ও রাজ্যের তৃণমূল সরকার। নেতাজির পরিবারের সদস্য তথা ভাইপো শিশির বসুর ছেলে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গার্ডিনার অধ্যাপক সুগত বসু মনে করেন, নেতাজির আদর্শের পথে চলে না বিজেপি। নেতাজির আজাদ হিন্দ বাহিনীর দ্বার সমস্ত ধর্মে মানুষের জন্য ছিল অবারিত। নেতাজির জন্মদিন পালনে যেন তাঁর দেশ গঠনের চিন্তাভাবনাকে গুরুত্ব দেওয়া হয়।

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS