Farmers’ Protest: দেড় বছরের জন্য লাগু হবে না তিন বিতর্কিত কৃষি আইন, কৃষকদের প্রস্তাব কেন্দ্রের

LatestLY Bangla 2021-01-21

Views 1

দশম দফার বৈঠকের পর কেন্দ্র-কৃষকদের মধ্যে জট কাটল কিছুটা, দেড় বছরের জন্য কৃষি আইন স্থগিত করতে রাজি কেন্দ্র। কৃষকদের দাবি মেনে পুরোপুরি প্রত্যাহার না করলেও দেড় বছরের জন্য কার্যকর হবে না বিতর্কিত ৩ কৃষি আইন। ২০ জানুয়ারি দশম দফার বৈঠকের শেষে কেন্দ্রের এই প্রস্তাবে আংশিক সম্মতি জানিয়েছে কৃষক সংগঠনগুলি, অভ্যন্তরীণ আলোচনার পরই নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত । কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমরের কথায়, \"আলোচনা চলাকালিন আমরা জানিয়েছি দেড় বছরের জন্য এই আইন স্থগিত করতে রাজি আমরা। আমরা খুব খুশি যে কৃষি সংগঠনের নেতারা আমাদের এই প্রস্তাবে আংশিক সাড়া দিয়েছে। তাঁরা নিজেদের মধ্যে আলোচনা করে ২২ ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন।\" দেড় বছরের জন্য বিতর্কিত ৩ কৃষি আইন স্থগিত করার ব্যাপারে সুপ্রিম কোর্টেও হলফনামা দিতে রাজি রয়েছে কেন্দ্র। এর পাশাপাশি নূন্যতম সহায়ক মূল্য এবং কৃষি আইন নিয়ে কমিটি গঠন করতে রাজি রয়েছে সরকার।

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS