Sourav Das Joins TMC: মমতা ব্যানার্জির ছত্রছায়ায় মন থেকে কাজ করতে চান সৌরভ

LatestLY Bangla 2021-01-22

Views 5

তৃণমূল কংগ্রেসে (TMC) যোগ দিলেন টলিউড অভিনেতা সৌরভ দাস (Sourav Das)। তৃণমূলের সাংবাদিক বৈঠকে তিনি যোগদান করেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দলে থেকে মানুষের জন্য কাজ করার কথা জানান তিনি। অভিষেক ব্যানার্জির (Abhishek Banerjee) সঙ্গে আলাপ আলোচনা বৈঠকের পর তিনি যোগদান করেন। বৃহস্পতিবারই সৌরভের জন্মদিন ছিল। সকালে অনুরাগীদের সঙ্গে সময় কাটিয়ে বিকেলে নতুন ছবি ‘বার্নিং বাটারফ্লাই’য়ের সাংবাদিক বৈঠকে গিয়েছিলেন সৌরভ। জন্মদিনের শুভেচ্ছা বিনিময়ের পরই তাঁর সক্রিয় রাজনীতিতে যোগ দেওয়ার জল্পনা নিয়ে কথা ওঠে। রাজনীতিতে যোগদানের কথা সরাসরি স্বীকার না করলেও একেবারে উড়িয়ে দেননি অভিনেতা। জানান, এখনই কিছু ঠিক হয়নি। তাই এই মূহূর্তে তাঁর পক্ষে আগে থেকে কিছু বলা সম্ভব নয়।

Share This Video


Download

  
Report form