আমাকে একটা চাকরি দিবেন স্যার ? :- এটা আমার আকুতি...পুরোটা দেখুন...গত ৫ বছর মেয়েটাকে কাছে রাখতে পারিনা একটা চাকরি নেই বলে...বিদেশে যেয়েও চেষ্টা করেছি একটা চাকরি যোগাড় করে মেয়েটাকে কাছে নিয়ে আসবো...কোনোখানেই এই বঙ্গবন্ধুকে লজ্জা দেওয়া বদমাশগুলো আমাকে একটা চাকরি নিতে দিচ্ছেনা...স্থির হতে দিচ্ছেনা...আমাকে দিয়েই আমার বাপের টাকাগুলো উড়িয়ে নিয়ে আমার আর বিদেশ যাওয়ার সুযোগটুকুও বন্ধ করে দিয়েছে...কত গুন্ডা-বদমাশ, কাউন্সিলররা শত কোটি টাকা কামায়, আর আমি সামান্য কয়েক হাজার টাকার বেতনের একটা চাকরি করবো, তা-ও করতে দিবেনা.!!!!