তিন কৃষি আইন (Farm law) এর বিরুদ্ধে কৃষক আন্দালন (Farmers Movement) নতুন মোড় নিলো। গত ২৬ জানুয়ারী (26 January) সাধারণতন্ত্র দিবসে (Republic Day) তে ভারতের রাজধানীর দিল্ল-তে (Delhi) পুলিশের (police) এর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পরেন কৃষকরা (Farmers)। এর পর কৃষকদের হিংসা (Farmers Violence) কে নিন্দা জানিয়ে মূলধারার সংবাদ মাধ্যম থেকে শুরু করে এমনকী কৃষক নেতাদের কাছ থেকেও এসেছে একেরপর এক বিবৃতি। এই নিয়ে মতামত জানালেন লেখক মানিক ফকির (Manik Fakir)