Saumitra Khan Attacks Saayoni Ghosh: সায়নী ঘোষকে পরোক্ষভাবে \'যৌনকর্মী\' বলে আক্রমণ বিজেপি সাংসদের

LatestLY Bangla 2021-01-29

Views 9

সৌমিত্র-সায়নী ফের সম্মুখ সমরে! সায়নী ঘোষকে এবার পরোক্ষভাবে \'যৌনকর্মী\' বলে আক্রমণ বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের। রাজ্য বিজেপির যুব মোর্চার সভাপতি পূর্ব বর্ধমানের এক সভায় এভাবেই আক্রমণ করেন সায়নী ঘোষকে। বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের মন্তব্য, \"দক্ষিণ কলকাতায় কিছু ফিল্ম আর্টিস্ট আছেন, যাঁরা মমতা ব্যানার্জির কাছ থেকে ২ লক্ষ টাকা করে বেতন পান। তাঁরা বলছেন, শিব মন্দিরে যে শিবলিঙ্গ থাকে তাতে কন্ডোম পরিয়ে শিব পুজো করা হোক। দেবী সরস্বতীকে যৌনকর্মী বলেছেন সায়নী ঘোষ। যারা শিবলিঙ্গকে বা মা মনসাকে অপমান করে, তারাই আসলে যৌনকর্মী।\"সৌমিত্র খাঁয়ের \'যৌনকর্মী\' মন্তব্যের আক্রমণকে আমল দিতে চাইছেন না সায়নী ঘোষ, এমনকী তিনি নিতে চাননা কোনও আইনি পদক্ষেপও। এই ধরণের মন্তব্যের জেরে আদতে সৌমিত্র খাঁ যে সকলের চোখে নিজেকেই ছোট করেছেন, সেটি স্পষ্ট বুঝিয়ে দেন সায়নী ঘোষ।

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS